তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীকে কোদালের আঘাতে রক্ত জখম করে প্রতিবেশী
মোঃ সাব্বির হোসেন,বিনারীপাড়া প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়ায় তুচ্ছ ঘটনায় সন্দেহ করে প্রতিবেশী সোহেল মৃধাকে কোদালের আঘাতে রক্ত জখম করে অভিযুক্ত প্রতিবেশী জাহাঙ্গীর সরদার।গত ৬ই এপ্রিল শনিবার ঘটনাটি উপজেলার চাখার ইউনিয়নের ৯নং সোনাহার গ্রামের সাবেক ইউপি সদস্য হান্নান মৃধার ছেলে সোহেল মৃধার সাথে ঘটে। ভুক্তভোগী সোহেল মৃধা (৪০) জানায়, ঘটনার দিন সকালে আনুমানিক সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীর সরদার(৪২) বাড়িতে এসে সোহেলের বাবার কাছে অভিযোগ দেয় তার মাছ ধরার ফাঁদ (বাইন্না) থেকে মাছ নিয়েছে। বাড়ি ফেরার পরে বাবা সোহেলকে জানালে যথার্থ হতবাক হয় কারণ বর্তমানে তার পুকুর ভর্তি মাছ থাকতে প্রতিবেশী জাহাঙ্গীর এমন অভিযোগ করে। পরবর্তীতে সোহেল মৃধা ১২:৩০ টার দিকে নিকটস্থ বাদশার চায়ের দোকানের কাছে গেলে জাহাঙ্গীর সরদার পথরোধ করে দাঁড়ায় এবং মাছ নেয়ার বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়।একপর্যায়ে ক্ষিপ্ত জাহাঙ্গীর সরদার(৪২) পাশে থাকা দেশীয় অস্র কোদাল দিয়ে সোহেল মৃধার শরীরে এলোপাথাড়ি আঘাত করে।এতে ভুক্তভোগী সোহেল রক্ত জখম হলে মাটিতে লুটিয়ে পড়ে ও বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করলে ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজন এগিয়ে আসলে সাথেসাথে জাহাঙ্গীর সরদার চলে যায় এবং সোহেলকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করে। ঘটনার দিন ভুক্তভোগী সোহেল মৃধার বাবা হান্নান মৃধা বাদী হয়ে জাহাঙ্গীর সরদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে।
এসময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানায়, ভুক্তভোগী সোহেলের বাবা বাদী হয়ে জাহাঙ্গীর সরদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে এবং তদন্তের ভিত্তিতে আইননূক ব্যবস্থা নেয়া হবে।
Comments
Post a Comment