Posts

Showing posts from April, 2024

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীকে কোদালের আঘাতে রক্ত জখম করে প্রতিবেশী

Image
মোঃ সাব্বির হোসেন,বিনারীপাড়া প্রতিনিধি// বরিশালের বানারীপাড়ায় তুচ্ছ ঘটনায় সন্দেহ করে প্রতিবেশী সোহেল মৃধাকে কোদালের আঘাতে রক্ত জখম করে অভিযুক্ত প্রতিবেশী জাহাঙ্গীর সরদার।গত ৬ই এপ্রিল শনিবার  ঘটনাটি উপজেলার চাখার ইউনিয়নের ৯নং সোনাহার গ্রামের সাবেক ইউপি সদস্য হান্নান মৃধার ছেলে সোহেল মৃধার সাথে ঘটে। ভুক্তভোগী সোহেল মৃধা (৪০) জানায়, ঘটনার দিন সকালে আনুমানিক সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীর সরদার(৪২) বাড়িতে এসে সোহেলের বাবার কাছে অভিযোগ দেয় তার মাছ ধরার ফাঁদ (বাইন্না) থেকে মাছ নিয়েছে। বাড়ি ফেরার পরে বাবা সোহেলকে জানালে যথার্থ হতবাক হয় কারণ বর্তমানে তার পুকুর ভর্তি মাছ থাকতে প্রতিবেশী জাহাঙ্গীর এমন অভিযোগ করে। পরবর্তীতে সোহেল মৃধা ১২:৩০ টার দিকে নিকটস্থ বাদশার চায়ের দোকানের কাছে গেলে জাহাঙ্গীর সরদার পথরোধ করে দাঁড়ায় এবং মাছ নেয়ার বিষয়টি   নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়।একপর্যায়ে ক্ষিপ্ত জাহাঙ্গীর সরদার(৪২) পাশে থাকা দেশীয় অস্র কোদাল দিয়ে সোহেল মৃধার শরীরে এলোপাথাড়ি আঘাত করে।এতে ভুক্তভোগী সোহেল রক্ত জখম হলে মাটিতে লুটিয়ে পড়ে ও বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করলে ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজন...

নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাজশাহী কলেজের বহুতল ভবন

Image
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভবন ধ্বসের রেশ কাটতেই না কাটতেই আবারও ভবন ধ্বসের বীজ বপন হচ্ছে রাজশাহী কলেজের বহুতল ভবন নির্মানে ! জানা যায়, ভবন নির্মানে নিম্ন মানের নির্মান সামগ্রী ব্যবহার, দীর্ঘদিন ফেলে রাখা দুই তলা দূর্বল ভবনের ওপর তড়িঘড়ি করে তিন তলার ছাদ দিয়ে মাত্র ১৫ দিনের মাথায় ৪ তলার ছাদ ঢালাই, শুরু হয়েছে পাঁচতলার কাজও।  প্রথমে দুই তলা পর্যন্ত এক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করে সরে যায়, পরে দীর্ঘদিন পড়ে থাকার পর আবার তড়িঘড়ি করে অন্য জনকে দিয়ে করানো হচ্ছে ভবন নির্মানের কাজ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সরেজমিন গিয়ে দেখা যায়, রাজশাহী কলেজের মাঠের শেষে অর্থাৎ নদীর পাড়ের দিকে তৈরী হচ্ছে রাজশাহী কলেজের একটি একাডেমিক ভবন। সেখানে সাংবাদিকদের উপস্থিতি বুঝতে পেরে সটকে পড়ে মেসার্স সামির ট্রেডার্সের লোকজন। দেখা যায়, রড, সিমেন্ট, বালু এবং ইট সহ সব নির্মান সামগ্রী-ই নিম্ন মানের। সামির ট্রেডার্সের স্বত্বাধিকারি নুরুল হুদার ফোন নম্বর চাইলে দিতে অস্বীকৃতি জানায় মিস্ত্রিরা। পরে মিস্ত্রিদের কাছে জানতে চাইলে তারা বলেন, ঠিকাদার আমাদের যা কিনে দেবে আমরা তা দিয়েই কাজ করি। মাত্র ১৫ দ...