নোয়াখালী পথে পথে যুবদলের সাধারণ সম্পাদক নয়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ....
নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল । শুক্রবার (০৪ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট বিতরণ এবং জনগণের সাথে মতবিনিময় করা হয়। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর যৌথ লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচী পালন করা হয়। লিফলেট বিতরণের সময় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বিগত সময়ে রাজপথে অনেক ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু সেই ত্যাগ জিয়া পরিবারের ত্যাগ থেকে বেশি নয়। একটা বানোয়াট মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৭ বছর কারাগারে রাখা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দেয়ার চক্রান্ত হয়েছিল, কিন্তু তিনি যাননি। এই দেশের মানুষের কথা ভেবে, দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি দেশে থেকে গেলেন। নেতা-কর্মীদের উদ্দেশে নুরুল ইসলাম নয়ন আরও বলে...